
প্রকাশিত: Wed, Dec 6, 2023 12:15 PM আপডেট: Wed, Jul 2, 2025 12:52 PM
[১]জিম্বাবুয়ে ও উগান্ডায় গণতন্ত্র ক্ষুণ্নকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইকবাল খান, রাশিদুল ইসলাম: [২] সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে সোমবার পৃথক এই দুই বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। জিম্বাবুয়ে বিষয়ক এক বিবৃতিতে অ্যান্টনি ব্লিনকেন বলেন, জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করার জন্যে একটি নতুন ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি। এই নীতি অনুযায়ি মার্কিন যুক্তরাষ্ট্র যেসব ব্যক্তিরা গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে বলে মনে করে সেসব ব্যক্তিদের ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে।
[৩] বিবৃতিতে বলা হয়েছে, জিম্বাবুয়েতে গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে এমন ধরনের কর্মকাণ্ড যার মধ্যে রয়েছে নির্বাচনী প্রক্রিয়া বিনষ্ট করা বা নির্বাচনে কারচুপি, ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া; রাজনৈতিক বিরোধী দলের সদস্যদের নির্বাচনী প্রক্রিয়া থেকে বিরত থাকতে বাধ্য করা; গণতান্ত্রিক, শাসন, বা মানবাধিকার সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনায় নিয়োজিত নাগরিক সমাজের সংগঠনগুলোর(সিএসও) কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়া; ভোটার, নির্বাচনী পর্যবেক্ষক বা সিএসও’সকে হুমকি কিংবা শারীরিক সহিংসতার মাধ্যমে ভয় দেখানোর মতো বিষয়।
[৪] জিম্বাবুয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে এমন যে কেউ - ২০২৩ সালের আগস্টের নির্বাচন চলাকালীন এবং তারপরে হলেও- এই নীতি অনুযায়ি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। এইসব ব্যক্তিদের পরিবারের সদস্যরাও এই নিষেধাজ্ঞার অধীন হতে পারেন।
[৫] বিবৃতিতে আরও বলা হয়, ওইসব কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই এই ভিসা নিষেধাজ্ঞা নীতি কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জিম্বাবুয়ের জনগণের আকাঙ্খাকে সমর্থন করে যাতে দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন হবে এবং গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষাকে শক্তিশালী করবে।
[৬] আরেক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, উগান্ডায় ত্রুটিপূর্ণ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য যারা দায়ী, জড়িত বলে মনে করা হবে ওইসব ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা নীতি ঘোষণা করছি।
[৭] ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ের কথা উল্লেখ করে ব্লিনকেন বলেন, ওই সময় আমি উগান্ডা সরকারের প্রতি অনুরোধ করেছিলাম এসব ক্ষেত্রে তাদের রেকর্ডের উল্লেখযোগ্য উন্নতি করতে এবং ত্রুটিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া, সহিংসতা ও ভীতিপ্রদর্শনের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে। এখন আমি ভিসা নিষেধাজ্ঞা নীতির আওতা বৃদ্ধির ঘোষণা দিচ্ছি।
[৮] উগান্ডার গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার জন্য দায়ী অথবা জড়িত বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং অন্যরা এর আওতায় আসবেন। এই নিষেধাজ্ঞার আওতায় আসবেন নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের পরিবারও।
[৯] বিবৃতিতে ব্লিনকেন আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার, জনস্বাস্থ্য এবং পারস্পরিক সমৃদ্ধিকে এগিয়ে নিতে একত্রিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তিনি উগান্ডা সরকারকে দৃঢ়তার সঙ্গে গণতন্ত্রকে সমুন্নত রাখতে মানবাধিকারকে সুরক্ষিত রাখতে উৎসাহিত করেন আবারও।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
